করোনার বিধি নিষেধ অনুযায়ী দিনাজপুরের বড়পুকিরিয়া কয়লা খনির প্রধান গেট গত ৩৬ মাস যাবৎ বন্ধ থাকার পর গত ২৫ ডিসেম্বর রাত ১২টায় সম্পূর্ণ উম্মুক্ত করা হয়েছে। বড়পুকরিয়া শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন জানান, খনি প্রধান গেট গত ৩৬ মাস যাবৎ বন্ধ থাকায় করেন্টাইনের মধ্যদিয়ে শ্রমিকদের কাজে যোগদান করতে হতো এবং ১৫ দিন অথবা ১মাস পর শ্রমিকরা বাহিরে বের হতে পাররো। এতে করে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে বেশ দুঃচিন্তায় থাকতো। সেই সময় থেকে এপর্যন্ত কয়লা খনির মুল গেট উম্মক্ত করার জন্য ব্যপক আন্দোলন সংগ্রাম করা হয়। আজ সেই গেট সম্পূণ উম্মুক্ত করেছেন খনি কতৃপক্ষ এতে আমরা ভিষন খুশি। বিষয়টি নিয়ে বড়পুকুরিয়া খনির মাইনিং জিএম মোঃ জাফর সাদিক এর সাথে কথা বলা হলে তিনি জানান, বর্তমানের করোনার প্রাদুর্ভান শুন্যের কোঠায় থাকায় এবং শ্রমিকদের কাজের সুবিধা বৃদ্ধি করতে উচ্চ পর্যায়ের সিন্ধান্ত অনুযায়ী খনির মুল গেট উম্মক্ত রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।