হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচারের সময় বালুবোঝাই চাঁদের গাড়ি আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টা’র দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।হালদা নদীর শাখা খাল থেকে অনুমতি ছাড়া অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রাসেল(২২) নামের এক ব্যক্তিকে আটক করে ৫০হাজার টাকা জরিমানা করেছে। আটককৃত মোঃ রাসেল ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার আবুল বশরের পুত্র। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্র্যেট মোঃ শাহিদুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় ভোর থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় পাচার করছে। স্পটে গিয়ে বালুবোঝাই চাঁদের গাড়ি করে বালু নিয়ে যাওয়ার সময় প্রশাসনকে দেখতে ফেলে গাড়ি নিয়ে দ্রুত পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়। এসময় তোলার কোন অনুমোদন দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্যও নির্দেশ দেয়া হয়েছে। হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।