মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, আর সেই শ্লোগান কে সামনে রেখে মানবতার কল্যানে এগিয়ে চলছে আপন মহিমায় কোডেক। সেই ১৯৮৫ সাল থেকে পদচলা কোডেকের। আর্থিক স্বচ্ছলতা সামাজিক যোগাযোগ সহ সমাজের বেশকিছু উল্লেখ যোগ্য কাজকর্ম করে সমগ্র বাংলাদেশের মধ্যে একটা চমৎকার অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। আর সেই প্রতিষ্ঠানের কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। কোডেক ইন্দেরহাট শাখার আয়োজনে উপজেলার মধ্যে হত দরিদ্র পরিবারের জন্য কম্বল বিতরণ করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব মজুমদার বলেন, আজকের কোডেকের মত সকল বেসরকারি প্রতিষ্ঠান সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে উন্নয়ন মূলক কাজ কর্মে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, কোডেক শুধু কম্বল বিতরণ করেই খ্যান্ত হয়নি বরং অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে একটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও শিক্ষা প্রকল্প সহ বহু কর্মকা- আত্ম মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এদিকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুটিয়াকাঠীর বর্তমান চেয়ারম্যান মোঃ অসীম আকন। বিশেষ অতিথি হিসেবে তিনি বলেন, কোডেকের মত আরও বহু মাল্টিপল সেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত। এদিকে কোডেকের এরিয়া ম্যানেজার মোঃ কাজী হোসেন। তিনি আজকের অনুষ্ঠানে বলেন, কোডেকের জন্ম ১৯৮৫ সালে। সৃষ্টি থেকে এখন পর্যন্ত সুনামের সাথে পথ চলছে আপন মহিমায়। আমাদের প্রতিষ্ঠানে সকল সদস্যদের মেধাবী ছেলে মেয়েদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সন্মানিত সদস্যদের ৫টি রোগের চিকিৎসা বাবদ সুরক্ষা তহবিল থেকে সুবিধা প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা আরও মানুষের সেবার কাজে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সর্বশেষ তথ্য অনুযায়ী আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানে সুটিয়াকাঠীর সুশীল সমাজের লোকজন সহ জেলার ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।