নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হওয়ায় কোম্পানীগঞ্জে আতসবাজি, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর-৫ কোম্পানীগঞ্জ- কবিরহাট উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা। এ সময় নেতাকর্মীদের পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ সহ আতসবাজি ও উল্লাস করতে দেখা গেছে।ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক ঘোষিত হচ্ছেন-এমন আভাস ছিল পুর্ব থেকেই। তাই দ্বিতীয় অধিবেশনের শুরু থেকেই বসুরহাট জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকায় দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পরপরই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বসুরহাট বাজারে আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাট বাজার দলীয় ক্যার্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। এ সময় ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপস্থিত উল্লসিত নেতাকর্মীর ও সাধারণ জনগন।একই সময় উপস্থিত থেকে মিছিলে নেতৃত্ব দেন- নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন বাদল, লুৎফুর রহমান মিন্টু, সামছুদ্দিন নোমান, যুবলীগ নেতা মাঈন উদ্দিন মামুন, আবদুল হাই ফরহাদ, হামিদ উল্যাহ হামিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের ইতিহাসে সব রেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে নোয়াখালীকে আলোকিত করেছেন এবং সম্মানি করেছেন কোম্পানীগঞ্জবাসীকে এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার ও জন্মস্থান কোম্পানীগঞ্জের সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।