কুমিল্লা জেলা পরিষদের ২নং ওয়ার্ড তিতাস থেকে নির্বাচিত সদস্য মোঃ দেলোয়ার হোসেন পলাশ কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পরোপকারী ও দানবীর ব্যক্তি দেলোয়ার হোসেন পলাশকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় তাহার কর্মি-সমর্থকরা উচ্ছ্রসিত এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু সহ জেলা পরিষদের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দেলোয়ার হোসেন পলাশ জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জেলাপরিষদ নির্বাচনে আমার ওয়ার্ডের ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন সে জন্য আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে আমার উপর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব অর্পন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।এবং সকলের দোয়া কামনা করছি আমি যেন সততা, জবাবদিতা এবং নিষ্ঠার সাথে দায়িত পালন করতে পারি।