দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ আনিচুর রহমান বলেছেন, নারী নির্যাতন তুলনামূলকভাবে কমে গেলেও বর্তমানে নি¤œ শ্রেণির পরিবারগুলোতে এখনও চলছে। নারী ক্ষমতায়নের অবদান সরকারের পাশাপাশি এনজিও সংগঠনগুলোর। নারীর ক্ষমতায়নের কারণে নারী-পুরুষের বৈষম্য অনেকটা কমে গেছে। আমরা বিশ^াস করি পল্লীশ্রী’র এই প্রকল্প শেষ হলেও উপকারভোগীরা হারিয়ে যাবে না। তারাই দেশ ও সমাজের পরিবর্তনে কাজ করে যাচ্ছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সহযোগিতায় নেদারল্যান্ড মিনিস্টারী অব ফরেন এ্যাফেয়ার্স আন্ডার নাফিস ওরেঞ্জ নলেজ প্রোগ্রামের ক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় কিশোর-কিশোরী, তরুন-তরুনী, বিবাহিত কিশোরী, বিবাহিত কিশোরীদের স্বামী, শ^শুর-শ^াশুরী, চেঞ্জমেকারদের জীবনে ঘটে যাওয়া চ্যালেঞ্জগুলোর সাফল্য নিয়ে প্রকল্পে উপকারভোগীদের সাখে লার্নিং-শেয়ারিং মিটিং-এ তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক তরুন কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা বাগচী। উপকারভোগীরা তাদের জীবন থেকে নেয়া সাফল্য গাঁথা গল্প তুলে ধরে বক্তব্য রাখেন চেঞ্জমেকার বিশ^জিৎ রায়, হিমু রায়, এসপাউস উজ্জ্বল চন্দ্র রায়, বিবাহিত কিশোরী রিমু আক্তার, নাইস ইসলাম ও পলাশী রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের ডে কেয়ার অফিসার ট্রেইনার রেজাউল শারমিনাজ ইসলাম, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিয়া বিনতে আনোয়ার, ট্রেইনার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ট্রেইনর ডাঃ মোঃ নওশাদ। মুক্ত আলোচনা করেন সমাজসেবক মকিদ হায়দার শিপন, আহসানুজ্জামান চঞ্চল, আফসানা ইমু, হান্না রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ শামীম কবীর অপু, মোঃ পলাশ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার। বিষয়বস্তুর উপর সার্বিক আলোচনা করেন নেদারল্যান্ড মিনিস্টারী অব ফরেন এ্যাফেয়ার্স আন্ডার নাফিস ওরেঞ্জ নলেজ প্রোগ্রামের ফোকাল পার্সন নুরুল কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেইনার মোঃ সাজেদুল ইসলাম, রওনক আরা হক নিপা ও কামরুন নাহার।