বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা অ্যাডভোকেট হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় পূজা মন্ডপের বাড়তি নাম দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ভালো নেই নিম্ন আয়ের মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শাহজাহান খান এর স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরীর লক্ষে পিরোজপুরে শীর্ষক অবহিতকরণ সভা

আমরা আওয়ামী লীগকে সম্মানজনকভাবে বিদায় দিতে চাই: দুদু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ যদি মনে করে তারা ডাকলেই সবাই নির্বাচনে যাবে, এটা ভুলে যেতে হবে। আমরা তাদেরকে সম্মানজনকভাবে বিদায় দিতে চাই। আমরা এরশাদকে বলেছিলাম ভালোভাবে ক্ষমতা ছাড়েন, তিনি বিদায় নেন নাই। পরে তাকে খুব অপদস্তভাবে বিদায় নিতে হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, এই দেশবাসী যে এতো বিপজ্জনক অবস্থায় আছে তা ব্যাখ্যা করা মুশকিল। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবদিক থেকেই আমাদের দেশটা নিশানা হারা দেশের পর্যায়ে চলে গেছে। এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে শুধু বিএনপি নয় ছোট-বড় সকল দল ও সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে এদেশের মানুষ ও এই দেশ মুক্তি পাবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে উপহাস করেন। তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- টেমস নদীর পাশে বসে কি আন্দোলন হবে। টেমস নদীর পাশে বসে যদি আন্দোলন না হয় তাহলে পাকিস্তানের কারাগারে বসে কিভাবে মুক্তিযুদ্ধ হয়? তিনি প্রশ্ন রেখে বলেন, এই ধরনের কথা আসলে তখন আপনারা কি বলবেন। এই দেশ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে এটা কেউ বিশ্বাস করে না মন্তব্য করে দুদু বলেন, পাকিস্তানিদেরকে আমরা হানাদার বলি, নৃশংস বলি, আসলে তারা তাই ছিলেন। কিন্তু তারা সত্তরের নির্বাচন সুষ্ঠু করেছিলেন। যদিও ক্ষমতা হস্তান্তর করেন নাই। কিন্তু নির্বাচন সুষ্ঠু করেছিলেন। আর এই সরকার তো নির্বাচনই সুষ্ঠু করছে না, ক্ষমতা তো পরের বিষয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জিনাফ এর সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com