সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

রক্তমাখা ছবি দিলেন পরীমনি : আজ সংবাদ সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির বিচ্ছেদের খবর আসে শুক্রবার দিবাগত রাতে। হঠাৎই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রাত ১২টা ৪০ মিনিটে স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন। শিগগিরই তাকে ডিভোর্স লেটার পাঠাবেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর শনিবার রাতে পরীমনি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কয়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার।
আজ সংবাদ সম্মেলন, লোডিং। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ের পর খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান রাজ্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com