বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

২০২৩ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
২০২৩ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিবুর রহমান। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। গত রোববার সকাল ১১টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ঢাকায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের নির্বাচন কমিশনার। গত ৩০ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা থেকে ৩১ ডিসেম্বর ২০২২ রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৩ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে মঞ্জুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে নিয়ে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে এমন একটি সমাজ কায়েম করেছিলেন- যেখানে নামাজ ও জাকাত প্রতিষ্ঠা হয়েছিল। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিশ্চিত করা হয়েছিল। মানুষের সার্বিক অধিকার নিশ্চিত করে কল্যাণময় সমাজব্যবস্থা কায়েম হয়েছিল। আজও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান-মাল দিয়ে সংগ্রাম ও ত্যাগের নজির স্থাপন করে শহীদি কাফেলা ইসলামী ছাত্রশিবির এগিয়ে চলেছে। বাংলার জমিনে সেই সোনালী সমাজ ছাত্রশিবির কায়েম করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য ছাত্রশিবিরের জনশক্তিদের দুনিয়ার সকল কাজ আখিরাতকে চিন্তা করে করতে হবে। নিজেদের কাক্সিক্ষত চরিত্র ও যোগ্যতা অর্জনের পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী-সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। হক আদায় করতে হবে। সত্য ও ন্যায়ের পথে অটল-অবিচল থাকতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাতিলের মোকাবিলা করার জন্য ছাত্রশিবির প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।
তিনি নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, নব-মনোনীত সেক্রেটারি জেনারেলসহ সকল পর্যায়ের জনশক্তির জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি ও শুভাকাঙ্খীসহ দেশবাসীর নিকট দোয়ার অনুরোধ করেছেন। উল্লেখ্য, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য ও দাওয়াহ সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং রংপুর মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ করেছেন। এলএলবি শেষ করে বর্তমানে এলএলএম অধ্যয়নরত। নব-মনোনীত সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ইতোপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং রাজশাহী মহানগর শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। প্রেসবিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com