শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়’ প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচীর আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশঃ বাড়ছে। উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগনের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সমাজ সেবা বিভাগের লক্ষ্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com