নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে প্রায় ১৪০০ প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ। এই সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশের বেকার যুবক যুবতীদের তথ্য প্রযুক্তি শিক্ষা দিয়ে দেশে ও বিদেশের বাজারে কর্মক্ষম হিসাবে গড়ে তোলা আর সরকারের এই প্রকল্পের মাধ্যমে আজ হাজার হাজার ছেলে মেয়ে কর্মক্ষম হয়ে উঠেছে আজ তারা দেশ বিদেশে কাজ করতেছে এটাই এই প্রকল্পের স্বার্থকতা। এই সময় তিনি চাকরি মেলাও ঘুরে দেখেন। নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিতে অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর প্রকল্প পরিচালক লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, জনাব শহিদুল ইসলাম পি এ নোয়াখালী পুলিশ সুপার, মোঃ রিয়াজ বেইজ লিঃ সিইও আব্দুস সালাম সহ আরো অনেকে।