বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা বীমাশিল্পের অন্যতম পথিকৃত মোহাম্মদ আজিজুস সামাদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয় সম্প্রতি ঢাকা লেডিস ক্লাবে।
বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মুস্তাফা জামান আব্বাসী, ফিন্যান্সিয়াল কনসালটেন্ট আনিসুজ্জামান চৌধুরী, সাভার টেক্সটাইল-এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ, এ.এম.ডি. ইমরান রউফ ও নুর-ই-জামান আলবানী এবং ডি.এম.ডি এম.এ আজিজ। বক্তাগণ এম. এ. সামাদ-এর জীবন ও কর্ম এবং বীমাশিল্পে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি ছিলেন বীমা জগতের উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘজীবনে এম. এ. সামাদ দেশের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকা-ে বিরাট ভূমিকা পালন করেন।
তিনি জীবন বীমা ও সাধারণ বীমা উভয় খাতে সফল ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, স্পন্সর শেয়ারহোল্ডার শহিদুল্লাহ খান, মনোনীত পরিচালক পিমা ইমাম এবং বিজিআইসি পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ।