জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ পেলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেন। গেল বছরের ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর উপ-সচিব মোঃ মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরে এ আদেশ এ নিয়োগ প্রদান করা হয়। গত ১ জানুয়ারী থেকে মোঃ সরোয়ার হোসেন প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করবেন, আদেশে উল্ল্যেখ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের শেষ কর্মদিবস ছিল ২৯ ডিসেম্বর ২০২২। গত ৪ বছর তিনি এপদে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মেয়াদ না বাড়িয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেনকে চলতি দায়িত্ব¡ দিয়ে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এই দপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন উপসচিব মোঃ মুস্তাফিজুর রহমান। খবরটি পেয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মোঃ সরোয়ার হোসেন কে শুভেচ্ছা জানান। এ সময় সরোয়ার হোসেন উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমার এই পথ চলা। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতার অঙ্গিকারকে বাস্তবায়নের জন্য সামনের দিকে এগিয়ে নিতে আমি আমার দপ্তরকে সেভাবেই পরিচালনা করবো। আমার দপ্তরের সুফল যেন দেশবাসী ভোগ করতে পারে, আমি সে লক্ষ্যে কাজ করে যাবো। পাশাপাশি আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য বিদায়ী প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। একাধিক কর্মকর্তার ভাষ্যমতে এ জন্যই সাইফুর রহমান স্যার বির্তকিত হওয়ায় পরবর্তি মেয়াদকাল বৃদ্ধি করেনি মন্ত্রানালয়।