চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার আমলেই একমাত্র ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে সব ধরনের মানুষ সুন্দরভাবে ধর্ম পালন করতে পারেন। তিনি ৬ জানুয়ারী সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পদুয়া হরি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের (ধর্মসভা) মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, দল-মত-নির্বিশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ নামক লাল-সবুজের পতাকা ও মানচিত্র এনেছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নয়ন কাজ সারা বাংলাদেশের করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম জেলা পরিষদের উন্নয়নের কাজ প্রতিটি উপজেলায় মাঠ পযার্য়ে সরকার প্রধানের নির্দেশে প্রতিনিয়ত করে যাচ্ছি। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটু দাশ বাবলুর সভাপতিত্বে, মিহির কান্তি দাশের সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, আব্দুল আলিম, সংরক্ষিত মহিলা সদস্য সুরাইয়া হক লিলি, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিনসহ আরো অনেকে। পরে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম মহোৎসবের কার্যক্রম পরিদর্শন করেন।