সোমবার, ১৭ জুন ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

বরিশালে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশে রয়েছে সব ধর্মের সম্প্রীতির চমৎকার উদাহরণ। বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন এই শ্লোগান নিয়ে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে বরিশালে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিজ্ঞ আইনজীবী হীরণ কুমার দাস মিঠু, কশাই জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানদের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দেশের সামাজিক সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com