কুমিল্লার দাউদকান্দির সোনালী অতীত ও ঢাকার শ্যামলী ক্লাবের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনালী অতীত ঢাকা শ্যামলীকে ২-১ সেটে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মোহাম্মদ হাবিব। শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে খেলায় সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব এর সভাপতিত্বে প্রীতি ভলিবল ম্যাচ উদ্বোধন করেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার শাহজাহান। স্বাগত বত্তব্য রাখেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক পিটার চৌধুরী। খেলা আয়োজন উপলক্ষে বিদ্যালয় মাঠে বসে দাউদকান্দির সাবেক ও বর্তমান খেলোয়াদের এক অভূতপূর্ব মিলন মেলা। বিপুল পরিমান দর্শকের সমাগমে উত্তেজনাপূর্ন খেলায় প্রানবন্ত হয়ে উঠে প্রীতি ভলিবল ম্যাচ। তিন সেট খেলায় প্রথম সেটে জয়লাভ করে ঢাকা শ্যামলী এগিয়ে গেলেও দ্বিতীয় সেট জয়ের মধ্য দিয়ে খেলায় ফিরে আসে দাউদকান্দি সোনালী অতীত। শেষ সেট জয়ী হয়ে প্রীতি ভলিবল ম্যাচ জিতে নেয় দাউদকান্দি সোনালী অতীত। খেলায় অন্যান্যের মধ্েয আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক আরমান চৌধুরী রবিন, এম এ ছাত্তার, বীর মুত্তিযোদ্ধা খোরশেদ আলম, সোহরাব হোসেন, কে এম আই খলিল, লিয়াকত হোসেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাবেক খেলোয়ার জাহাঙ্গীর আলম খাঁন শাহিন, রমজান চৌধুরী, বিশ্বজিৎ কুমার দিলু, জামাল মোল্লা, বিল্লাল হোসেন খন্দকার সুমন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন, কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যত্তিরা।