শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

রমজানে নিত্যপণ্যের দাম কমবে কিনা এখনই বলতে পারছেন না বাণিজ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে কি না বলতে পারবো না। তবে দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ গতকাল রবিবার (২২ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে বাণিজ্য মেলা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এবার রমজান মাসে টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে দুই বার সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হবে। একবার রমজানের শুরুর দিকে আর একবার মাঝামাঝি এতে করে তাদের মাঝে এই পণ্য দেওয়া হবে।’ তিনি বলেন, ‘রমজান মাস এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এবার আগে বলে তাদের সতর্ক করতে চাই না। তবে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
টিপু মুনশি বলেন, ‘কিছু কিছু আইটেমের দাম বাড়বে। এতে কিছু করার ছিল না। এতদিন গ্যাসের ওপর সাবসিডি (ভর্তুকি) দেওয়া হচ্ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরও আলোচনা করে দেখা হবে, কোন কোন জায়গায় দাম কমালে জনগণের উপকার হবে।’
তিনি বলেন, ‘বহুকাল ধরে সরকার গ্যাসে লোকসান দিয়ে সাবসিডি দিয়ে আসছিল। সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স থেকে সাবসিডি দেওয়া হচ্ছিল। সেই বিবেচনা থেকেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে যে মন্দা ও অস্থিরতা চলছে, আমরা তার থেকে অনেক ভালো আছি।’ মন্ত্রী সবাইকে রমজান মাসের পুরো বাজার একসঙ্গে না কেনার আহ্বান জানিয়ে বলেন, ‘এতে চাপ সৃষ্টি হয়। অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নেয়।’
এর আগে দুপুর ১টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর বাণিজ্য মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, সহ-সভাপতি আজাদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ বাবুলসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com