শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

অনেক ছবি বাদ দেবার পরও কিভাবে গেলো তা খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী 

খবরপত্র প্রতিবেদন:
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশোধনে তদন্ত কমিটি 
নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ে ভুল সংশোধনে বিশেষজ্ঞদের নিয়ে একটি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে কিনা তার তদন্ত করতে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বইয়ের ভুল যা আছে সব সংশোধন করা হবে। আমরা দুটি কমিটি গঠন করেছি। প্রথম কমিটি সংশোধন নিয়ে কাজ করবেন। দ্বিতীয় কমিটি আমাদের নিজেদের মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখবে। আগামী রোববারের মধ্যে কমিটি সম্বন্ধে বিস্তারিত জানানো হবে। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম এই সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, বইয়ের অনেক কারণে এবার সমস্যা হয়েছে। কাগজের মূল্য বৃদ্ধি, লোডশেডিং ইত্যাদির কারণে এই সমস্যা হয়েছে। তবে শিক্ষার্থীরা একেবারেই খারাপ মানের বই হলে তা ফিরিয়ে নিয়ে বতুন বই দেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের ধর্মীয় ও লিঙ্গ বিদ্বেষ যাতে না থাকে আমরা সেই চেষ্টা করেছি। আওয়ামী লীগ ধর্মীবিরোধী কিছু করেনি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইচ্ছা আমাদের নেই। তিনি বলেন, আমরা দুটি কমিটি তৈরি করেছি। একটি কমিটি বিশেষজ্ঞদের নিয়ে। সেখানে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। যে কেউ যেকোনো জায়গা থেকে যে কোনো মতামত দিতে পারবেন। বিশেষজ্ঞ কমিটি তা যাচাই-বাছাই করে সংশোধন করবে। কোথাও ভুল থাকলে নিশ্চয়ই সংশোধন করা হবে। কারো কোনো অস্বস্তি থাকলে তা বিবেচনায় নেব। দীপু মনি জানান, আরেকটি কমিটিৃ। এনসিটিবিতে কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু করে থাকলে তা তদন্ত করে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। আগামী রোববারের মধ্যে কমিটি দুটির বিস্তারিত জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বই প্রাপ্তির বিষয়ে মন্ত্রী বলেন, আজ বুধবারের (২৫ জানুয়ারি) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেয়া হবে। এরপরও কোন প্রতিষ্ঠান কতোটি বই পাননি তার তথ্য চাওয়া হবে। এরপর এসব প্রতিষ্ঠান কেন বই পেলো না, এটি প্রেসে ছাপানোর কথা ছিল সেটিও খতিয়ে দেখা হবে। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সচিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেছেন, দৈনিক খবরপত্রের পাঠকদের জন্য ভিজিটিং প্রফেসর, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বোর্ড বাজার, গাজীপুরের ড. মুহাম্মদ আমান উদ্দীন মুজাহিদ মতামতটি তুলে ধরা হলো,‘২০২৩ নতুন শিক্ষাক্রমের পাঠ্যসূচি কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে আসার পর থেকেই সচেতন অভিভাবক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিভাবকগণ বিভন্নভাবে প্রতিবাদ করছেন। তাদের রাগ-ক্ষোভ-দুঃখ ও হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। নতুন বছরের প্রথমদিন নতুন বই উপহার দেয়ার মাধ্যমে সরকারের দীর্ঘদিনের প্রশংসিত কাজটি আর প্রশংসিত থাকছে না। বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিতর্কিত বিষয়ের উপর অভিভাবকদের দৃষ্টি এড়ায়নি। যদিও কয়েক বছর ধরে বিভিন্ন বিতর্কিত বিষয় পাঠ্যসূচিতে স্থান পেয়ে আসছে। ইসলাম বিষয়ক গল্প, কবিতা, জীবনী কাটছাট করা হয়েছে। তবে ২০২৩ এর নতুন পাঠ্যসূচিতে অতীতের যেকোন সময়ের চেয়ে ব্যাপক বিতর্কিত তত্ত্ব স্থান পেয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড সরকারকে বিতর্কিত করছে, এ আশংকা সবার। যে কোনো দেশের শিক্ষাক্রমের পাঠ্যসূচি ওই দেশের জাতীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, দীর্ঘদিনের লালিত ঐতিহ্যকে ধারণ করে। বিশেষ করে, কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে তা সযত্নে রাখা হয়, যাতে তারা দেশের আগামীদিনের সম্পদে পরিণত হয়। শিশু-কিশোরদের দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধে শিক্ষাদান করাই পাঠ্যসূচির প্রধান উপজীব্য বিষয় হয়। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যসূচির দিকে তাকালেই বুঝতে পারি। তারা তাদের সিলেবাসে দেশপ্রেম, জাতীয় চেতনা ও তাদের ধর্মের মূল্যবোধকেই প্রাধান্য দিয়ে আসছে। অনেক কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লক্ষ লক্ষ শহীদের তাজা প্রাণের বিনিময়ে তারা আমাদের দিয়ে গেছেন প্রিয় দেশমাতৃকা বাংলাদেশ। আমাদের পাঠ্যপুস্তকে তাই আমাদের দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় চেতনা প্রতিফলিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড নতুন পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণিতে এমন বিষয় অন্তর্ভুক্ত করেছে, যা কোনভাবেই আমাদের সন্তানদের উপযোগী নয়।
নতুন পাঠ্যপুস্তকে নিম্নোক্ত বিষয়গুলোর উপস্থিতি অভিভাবকদের মর্মাহত করেছে। যথা: ১. ইসলাম বিদ্বেষ ও ইসলামি সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা। ২. ভারতবর্ষের মুসলিম শাসকদের নেতিবাচকভাবে উপস্থাপন। ৩. চরমভাবে ইতিহাস বিকৃতি। ৪. ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো চরম ঘৃণিত ও বিকৃত কাজকে সহজীকরণ। ৫. দেশীয় ঐতিহ্য ও মূল্যবোধগুলোকে উপহাস করার প্রচেষ্টা। ৬. হিন্দুয়ানী কালচারকে আমাদের দেশের সবার সংস্কৃতি হিসেবে উপস্থাপন করা। ৭. বিবর্তনবাদের মতো প্রত্যাখাত দর্শনকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা।
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী বইয়ে পর্দা, হিজাব, বোরকা, দাড়ি ও ধর্মীয় পোশাক নিয়ে কটুক্তি লক্ষনীয়। হিজাব বা পর্দার প্রতিশব্দে বলা হয়েছে, অবরোধ আর যে সব মুসলিম নারী পর্দা মেনে চলেন তাদের অবরোধবাসিনী বলে চিহ্নিত করা হয়েছে। বিশেষত অবরোধবাসিনীর কাহিনিতে যে পাঁচটি পয়েন্ট তুলে ধরা হয়েছে, তা মুসলিম অভিভাবকরা মেনে নিতে পারছেন না। ভারতীয় উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলামের শ্বাশত গৌাবোজ্জ্বল ভূমিকাকে বর্তমান নরেন্দ্র মোদীর বিজেপি সরকার অস্বীকার করছে। প্রায় ৮শ বছরের মুসলমানদের রাজত্বকালকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। মুসলমানদের অসংখ্য কীর্তি ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিজিপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের গৌরবোজ্জ্বল শাসন ও কীর্তিমান মুসলিম শাসকদের সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়ে পাঠ্যপুস্তক লেখা হচ্ছে। ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে মোদী সরকার রাজনৈতিক সুবিধা নিচ্ছে। ইতোমধ্যে বলিউডে সিনেমা নির্মাণ করে মুসলিম শাসকদের ব্যাপারে নেতিবাচক ধারণা দেয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, পার্শ্ববর্তী রাষ্ট্রের এ হিন্দুত্ববাদী প্রজেক্ট কীভাবে বাংলাদেশের এনসিটিবির ঘাড়ে চেপে বসলো, তা রীতিমত উদ্বেগের বিষয়। আমরা অভিভাবকবৃন্দ বিশ্বাস করতে চাই, সরকার প্রধানকে অন্ধকারে রেখে একটা কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করছে। সবচেয়ে অবাক করা বিষয়, যিনি এ ভূখন্ডে ইসলামি শাসন প্রতিষ্ঠা করেছেন, সেই ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজিকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। নবম শ্রেণির ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে বলা হয়েছে, বখতিয়ার লুণ্ঠন করেছেন। এর বাইরেও তিনি বিহার ধ্বংস করেছেন। সর্বপরি অত্যাচারী ও দখলদার হিসেবে উপস্থাপন করা হয়েছে। পুরো পাঠ্যক্রমে মুসলামনদের শাসন সম্পর্কে নেতিবাচক ধারণা দেয়া হয়েছে। সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজক বিজ্ঞান অনুশীলনী বইয়ে বলা হয়েছে, হিন্দু-বৌদ্ধ রাজাদের মতো মধ্যযুগেও মুসলিম রাজারা একই প্রক্রিয়ায় যুদ্ধ, দখলদারিত্ব চালিয়েছেন। প্রাচীন যুুগের মতো মধ্যযুগের রাজারাও ভারত ও বাংলা অ ল দখলে নিয়ে সুলতানি ও মোঘল নামে শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন। কীর্তিমান মুসলিম শাসকদের যুদ্ধ ও দখলদারিত্বের ক্ষেত্রে হিন্দু ও বৌদ্ধদের সঙ্গে তুলনা করা হলো, যেন মুসলিমরাও তাদের মতো হত্যাকা-, ধর্ষণ, লুণ্ঠন ও গণহত্যা চালিয়েছে। অথচ বাস্তবতা হলো, মুসলিম শাসকরা বাংলাসহ পুরো ভারতবর্ষে একটি নতুন সভ্যতা বিনির্মাণ করেছিলেন। তারা ভিন্ন ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন। মুসলিম শাসকদের আগমন নির্যাতিত হিন্দু ও বৌদ্ধ জাতি গোষ্ঠীর কাছে ত্রাণকর্তার আবির্ভাবের মতই ছিল। তারা চাইলে প্রায় ৮শ বছরের শাসনকালে অন্যসব ধর্মকে বিলুপ্ত করে দিতে পারতেন। ইতিহাস সাক্ষী, কালজয়ী মুসলিম শাসকরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করেছিলেন। ৬ষ্ঠ শ্রেণির সমাজবিজ্ঞান অনুশীলন বইয়ে বলা হয়েছে, মুসলিম শাসকরা ছিলেন ক্ষমতালিপ্সু। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ধর্মের মাধ্যমে স্বার্থ হাসিল করেছেন। অত্যন্ত কৌশলে সুলতানি আমল সম্পর্কে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস শেখানোর নামে অত্যন্ত কৌশলে ইসলাম ও মুসলিম ঐতিহ্যের প্রতি বিদ্বেষ ও ঘৃণা তৈরির চেষ্টা করা হচ্ছে। অবাক করার বিষয়, ইংরেজ শাসনের গোলামী থেকে মুক্তির জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে অসংখ্য শহীদের আত্মদান পাঠ্যপুস্তকে স্থান পায়নি। উপরন্তু মোঘল ও মুসলিম শাসনকে অবজ্ঞা-অবহেলা করে ইংরেজ শাসনের ভালো দিক সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ে বলা হয়েছে, ‘শরীফার গল্প’ নামে একটি কল্প কাহিনী। এই কল্পিত গল্পের প্রধান চরিত্র শরীফা দৈহিক গঠনে ছেলে হলেও নিজেকে সে মেয়ে মনে করে। তাই সে তার নাম বদলে শরীফা রেখেছে। বইতে বলা হচ্ছে, একজন মানুষ শারীরিকভাবে ছেলে হলেও মানসিকভাবে সে মেয়ে হতে পারে। এই গল্পে আরও এক ব্যক্তির কথা বলা হয়েছে, যে শারীরিকভাবে মেয়ে হলেও মানসিকভাবে ছেলে! একই বইয়ে গল্পের চরিত্রে রনির মায়ের বক্তব্য তুলে ধরা হয়েছে। রনির মা বলেন, ছোটদের কোন ছেলেমেয়ে হয় না। বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে। শিশু-কিশোরদের মনে মানব লিঙ্গ সম্পর্কে এসব উদ্ভট ও আজগুবী ধারণা দেয়ার মাধ্যমে সমকামিতার মতো ঘৃণিত বিষয়কে উস্কে দেয়া হচ্ছে বলে অভিভাবকরা মনে করেছেন। তাদের কোমল মনে সমকামিতার প্রতি আকর্ষণ ও দুর্বলতা তৈরি করা হচ্ছে এসব গল্পের মাধ্যমে। কৌশলে শেখানো হচ্ছে একজন ছেলে শারীরিকভাবে ছেলে হলেও মানসিকভাবে মেয়ে হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, নিন্দনীয় নয়। তখন তাদের কাছে সমকামিতাকেও স্বাভাবিক ও প্রাকৃতিক মনে হবে। ট্রান্সজেন্ডারকে কৌশলে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ে অশ্লীলতা এত মারাত্মক যা পুরোপুরি যৌনতায় ভরা। বাবা-মা এসব পৃষ্ঠা দেখে রীতিমত আঁতকে উঠছেন। পশ্চিমা ষড়যন্ত্রের ফাঁদে আমাদের এনসিটিবিটির কর্মকর্তারা পড়েছেন কীনা তা দেখার বিষয়। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, এই মানুষ কোথা থেকে এলো? এই প্রশ্নটি খুবই পরিচিত একটি প্রশ্ন। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ আমাদের দ্ব্যর্থহীন ভাষায় এ প্রশ্নের জবাব দিয়েছেন। সুরা নিসার প্রথম আয়াতে এবং সুরা নাহাল ৭২, সুরা হুজরাত ১৩, সুরা নাহাল ৪ এবং সুরা মুমিনুনের ৪ আয়াত, সুরা তারিকের ৪-৫ আয়াতসহ আরো অনেক আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মানুষ বিবর্তনের মাধ্যমে বর্তমান আকৃতিতে আসেনি। বর্তমান শিক্ষা ব্যবস্থার জীববিজ্ঞান, সমাজ বিজ্ঞান বইতে মানুষ সৃষ্টির ইতিহাস লিখতে গিয়ে ঈমান বিধ্বংসী বিষয়বস্তুকে সামনে আনা হয়েছে। থিউরি অব এভুলেশন তথা বিবর্তনবাদকে প্রতিষ্ঠিত করার কৌশল অবলম্বন করা হয়েছে। নানারকম বৈজ্ঞানিক কল্প কাহিনীর মাধ্যমে বুঝানোর চেষ্টা করা হয়েছে যে, ইতিহাসের দীর্ঘ সময়ের পথচলায় ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানব প্রজাতির উদ্ভব ঘটেছে। এই বিবর্তন পৃথিবীর নানা অ লে নানা সময়ে ঘটেছে। ষষ্ঠ শ্রেণির সমাজ বিজ্ঞান অনুসন্ধান পাঠ বইয়ের বলা হচ্ছে, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে, আধুনিক মানুষ ও বানর-গোত্রের নানা প্রাণী যেমন: (শিম্পাঞ্জী, গরিলা) একটি সাধারণ প্রাইমেট জাতীয় প্রজাতি থেকে তাদের যাত্রা শুরু করেছে। তারপর লক্ষ লক্ষ বছর যাবত বিবর্তন হয়ে মানুষ এই পর্যায়ে এসেছে বলে একটা কল্পিত গল্প শিক্ষার্থীদের সামনে আনা হয়েছে। তা আবার শিম্পাঞ্জী, গরিলা, বানরের ছবি দেখিয়ে বুঝানোর অপচেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাঠ্যবইয়ে স্থান পায়নি। উপরন্তু ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সমাজবিজ্ঞান অনুশীলন বইয়ে যা বলা হয়েছে তা আরেক বিস্ময়। সেখানে ১৯৭৪ সালে খুঁজে পাওয়া ‘লুসি’ নামক একটি হনুমানের ফসিলের কথা উল্লেখ করে তার ছবি দেওয়া হয়েছে এবং এ লুসিকে মানুষের পূর্বপুরুষ হিসেবে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়েছে। একই বইয়ে বলা হয়েছে, মানুষ কোথা থেকে এলো? এ প্রশ্ন করে শিক্ষার্থীদের বিবর্তনবাদের বস্তাপচা প্রত্যাখাত মতাদর্শকে বিশ্বাস করানোর অপচেষ্টা করা হয়েছে, যা মুসলমানদের ঈমান-আকিদা সম্পূর্ণরূপে বিনষ্ট করার একটা অপকৌশল। অথচ, উনবিংশ শতাব্দিতেই জীববিজ্ঞানীরা ডারউইনের থিউরি অব এভুলেশন বাতিল করে দিয়েছেন। শুধুমাত্র কিছু নাস্তিক বিজ্ঞানী ও কথিত বুদ্ধিজীবী এ তত্ত্বটি সামনে নিয়ে আসেন তাদের হীন স্বার্থ চরিত্রার্থ করার জন্য। বাস্তববাদী বিজ্ঞানীরা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের অসারতা প্রমাণ করতে গিয়ে যুক্তি প্রদর্শন করেছেন। যদি বানর কিংবা শিম্পাঞ্জীর বিবর্তনের ফলে মানুষ সৃষ্টি হয়ে থাকে তাহলে মানুষের বিচার ক্ষমতা, প্রজ্ঞা, বিবেক, বুদ্ধিমত্তা, আত্মশক্তি, উদ্ভাবনী শক্তি, চিন্তাশক্তি প্রভৃতি বৈশিষ্ট্যও কি বিবর্তনের ফল? এসব বানর কিংবা শিম্পাঞ্জীর মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত। অভিভাবকরা বলছেন, আমরা কোন বৈজ্ঞানিক যুক্তি তর্কে যেতে রাজী নই। আমরা মুসলমান, আমরা মানুষ। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এটি আমাদের ঈমান এবং এটি আমাদের পাঠ্য পুস্তকে থাকতে হবে। মুসলমানদের ঈমান-আকীদার বিপরীত কোনো বিষয় পাঠ্যক্রমে থাকবে তা আমরা মেনে নিতে পারি না। ১ম শ্রেণির থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বইয়ের প্রচ্ছদে হিন্দুয়ানী সংস্কৃতি, মূর্তিপুজার আধিক্য অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। সচেতন মহল মনে করেন, শতকরা ৯০ ভাগের বেশি মুসলমানের দেশে এ জাতীয় পাঠ্যপুস্তক রচনা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। সরকারকে চরমভাবে বিতর্কিত করার অপপ্রয়াস। দীর্ঘদিনের লালিত মূল্যবোধ-ঐতিহ্যকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুদূরপ্রসারী গভীর ষড়যন্ত্র। সর্বোপরি আগামী দিনের মুসলিম প্রজন্মকে কৌশলে ঈমানহারা করাই এ জাতীয় পাঠ্যপুস্তকের লক্ষ্য বলে অভিভাববরা মনে করছেন। অবিলম্বে এ হীন কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অভিভাবকরা জোর দাবি তুলছেন এবং বিভিন্ন শ্রেণির বিতর্কিত ও ইতিহাস বিকৃতিতে অভিযুক্ত অন্যান্য বই বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন। আমরা আশা করি, সরকার কোটি কোটি অভিভাবকের মনোবেদনা বুঝতে পারবেন এবং অভিভাবকদের কষ্ট লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com