ফুলবাড়ী মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের উদ্যোগে
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি: করোনা ভাইরাস এর কারনে সরকারের নেয়া সামাজিক দুরত্ব বজয় রাখতে মানুষ কর্মহিন হয়ে পড়েছে। এতে করে দেখা দিয়েছে অভাব নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন চরম বিপদে। খেটে হাওয়া দিনমজুরদের এমন বিপদে পাশে দাঁড়ালেন দিনাজপুরের ফুলবাড়ী মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন মামুন। গত রবিবার সারাদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নিজে ঘুরে গরীব ও অসহায় মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী।
সকাল ১০টায় উপজেলার পুখুরি হাটে ১শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এসময় পুখুরিহাটের শ্রবনী বস্ত্রালয়ের মালিক আলহাজ¦ মোঃ জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১ কড়াই গ্রামের ১শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এসময় মোঃ সারেজুল ইসলাম। সাড়ে ১২টায় রঘুনাথপুর গ্রামের ১শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এসময় মোঃ রাশেদ মামুন উপস্থিত ছিলেন। দুপুর দেড়টায় বেতদিঘী উচ্চ বিদ্যালয়ে মাঠে ১ শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এ সময় মোঃ নুর কুতুব আলম উপস্থিত ছিলেন। দুপুর ৩টায় ফুলবাড়ী পৌর এলাকার কানাহার গ্রামের ১শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এ সময় মোছাঃ বেলী আরা উপস্থিত ছিলেন ও বিকেল ৫ টায় সুজাপুরে ১শত জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এসময় বিশিষ্ট ব্যবসায়ী সামাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ উপস্থিত ছিলেন। সরাদিন তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, ব্রাক বাজার শাখা প্রকল্পের ক্রেডিট অফিসার মোঃ কামরুল হুদা, ব্রাক বাজার শাখা প্রকল্পের ক্রেডিট অফিসার মোছাঃ সুফিয়া আফরিন।