মানবতা- মানবিকতা, নীতি- নৈতিকতা বিবেক সম্পন্ন আদশ মানুষ তৈরীতে কুরআনিক শিক্ষার বিকল্প নেই ।দারুল হিকমা মডেল মাদরাসার বাষ্কি ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ারম্যান ,এশিয়ান ইউনিভারসিটির সহকারী অধ্যাপক ইব্রাহীম মন্ডল একথা বলেন।তিনি আরও বলেন নাস্তিকরা সেকুলারবাদিদের গারে সাওয়ার হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের বিশ্বাস ইতিহাস ঐতিজ্য কৃষ্টি কালচার ধ্বংস করছে।গত বৃহস্পতিবার গফরগাঁও মোমেনশাহী,সকাল সাড়ে নয়টায় ক্রীড়া ও সাংকৃতিক অনুষ্ঠান মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন সোহেল, কাউন্সিলর আজিজুলহক,নির্বাহি পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক মুফাজ্জল আনসারী,সাংবাদিক আজিমুদ্দিন,প্রিন্সপাল আবু তালেব ,সাবেক প্রিন্সিপাল এমদাদুল হক,হাফেজ খলিলুর রহমান, মাওলানা নাঈম ,প্রিন্সিপাল আশরাফুল ইসলাম,ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। ৫৪ টি ইভেন্টে ১৬২ টি পুরস্কার দেয়া হয়।বিপুল সংখ্যা দর্শক মনোজ্ঞ ইভেন্টগুলো উপভোগ করেন।অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল কাদির ও আবদুল্লা আল মামুন ।খবর প্রেস বিজ্ঞপ্তি ।