কেন্দ্রীয় বিএনপি ভাইসচেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আহবায়ক ডাঃ এজেডএম জাহিদ হাসান বলেছেন,দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে প্রথম গণতন্ত্র প্রন্থায় সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা চালু করে দৃষ্টান্ত স্থাপন করে গেছে। সরকার মুখে বলে দেশে বিদ্যুৎ দিয়ে ভরে ফেলেছে এখনো অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না এই হল সরকারের উন্নয়ন। আমাদের মন্ত্রী ও এমপিদের লজ্জা করে না তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে কুকুর-বিড়াল সহ রাতের আধারে ভোটের বাক্স ভর্তি করে নিজেদের নির্বাচিত দাবী করে। তিনি আরো বলেন একটি স্বাধীন রাষ্ট্রে মুক্তিযোদ্ধ সিরাজ সিকদারকে হত্যা করে বিনা বিচারে বহিভূত হত্যা কার্যক্রম চালু করে গেছে। জাহিদ হাসান আরো বলেন, আজকে বিএনপির ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এর মধ্যে আমাদেরে ১০ দফা দাবী বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এখন আর ভয় পেলে চলবে না আজকে দেশের এই পরিস্থিতি থেকে বেড় হয়ে আসার জন্য ঐক্যবদ্ধ জোটগতভাবে আন্দোলকরতে হবে। তিনি পেশাজীবীদেরকে বলেন বিএনপি এিনপির কাজ করবে আর পেশাজীবীরা সকল শ্রেনির মানুষদেরকে বুঝাবার জন্য আহবান করেন। শনিবার (২৮) জানুয়ারী সন্দায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তন সভা কক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো” মেরামতের রুপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাঃ আজিজ রহিমের সভাপতিত্বে ও ডাঃ মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপি সভাবেক সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার। সরোয়ার এসময় বলেন, খালেদা জিয়া ১/১১ সরকারের সাথে আপোষ করে নাই বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসময় তিনি আরো বলেন ষড়যন্ত্রের মামলায় কেহ জেলে থাকবে আর একই মামলার আসমাী বাহিরে থেকে অশুভ নির্বাচন হতে দেওয়া যাবে না। সরোয়ার আরো বলেন, ৬ দফা ও ১১ দফা আন্দোলনে কোথাও স্বাধীনতার কথা লেখা নাই। জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষনা করেছিলেন। তাই আমাদের গণতন্ত্র পূর্ণ উদ্বার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানান। এখানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মিলিত পেশাজীবী পরিষদ সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া। অতিরিক্ত মহা সচিব জাকির হোসেন, কেন্দ্রীয় মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল আলম ফরিদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড,আলী হায়দার বাবুল। অনুষ্ঠানে আইনজীবী, চিকিৎসক, শিক্ষক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। এর পূবে দুপুরে বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ১৯ই জানুয়ারী জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটভূক্ত বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতি,বরিশাল মহানগরের আয়োজনে আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে ডাঃ এজেডএম জাহিদ হাসান বক্তৃতা করেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির মহাসচিব আরিফুর রহমান তুহিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, বরিশাল জেলা শিক্ষক কর্মচারী আহবায়ক অধ্যাপক রুহুল আমিন বেপারী, কেন্দ্রীয় সম্মিলিত পেশাজীবী পরিষদ সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জাখান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, শিক্ষক কর্মচারি ঐক্যজোট অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, অধ্যাপিকা ফারহানা তিথি বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অপরদিকে বিকালে বরিশাল প্রেসক্লাবে পেশাজীবী ব্যাক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাঃএজেডএম জাহিদ হাসান। এখানে আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার, মিডিয়া সেল আহবায়ক জহির উদিœ স্বপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।