এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লেপ্রা বাংলাদেশর উদ্যোগের্ যালি, আলোচনা সভা ও ১৫জন কুষ্ঠ রোগীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য যালি বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিন করে। পরে সিভিল সার্জন হলর¤œমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, টিবি ল্যাপরসি বিভাগের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আবু যুবায়ের, মেডিকেল অফিসার ডা. দেবজিৎ রায়, ডা. জারিন তাসলিন, ডা. মো. আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, গত ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত্ম মোট ৫ হাজার ৩৯৮জন রোগী সনাক্ত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা রয়েছে ২০জন। পরে ১৫জন রোগীকে ৪শ টাকা করে প্রদান করা হয়।