বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

বিভাগদী রিজিয়া রশিদ ও জগদিয়া বালিয়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদপুরের সালথায় বিভাগদী রিজিয়া রশিদ ও নগরকান্দার জগদিয়া বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। এসময় উপস্থিত ছিলেন-স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলিম মোল্লা, সিরাজ খান, সাইফুল খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, দৈনিক সমকাল পত্রিকার হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ পদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর ওয়াহাব, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহিনুর রহমান, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ। পুরস্কার বিতরণে আবু সাঈদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শিশুদের মেধার বিকাশ ঘটে। যারা খেলাধুলা করে তাদের মনে কুবুদ্ধি থাকে না। তাই লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা করতে হবে। ছাত্রদের উদ্দেশ্য তিনি আরে বলেন, আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, তোমরা লেখাপড়া করে বড় হয়ে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা শিশুদের স্কুলে পাঠাবেন। মায়েদের হাত ধরে শিশুরা জীবন গড়বে। বড় হয়ে এই শিশুরা একদিন দেশের হাল ধরবে, দেশ পরিচালনা করবে। সবাই মিলে শিক্ষা বান্ধব সমাজ গড়ে তুলতে হবে। অপরদিকে বৃহস্পতিবার নগরকান্দা পৌরসভাধীন জগদিয়া বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রসাদ সরকার। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোজাফফর হোসেন, কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জামাল উদ্দীন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com