সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::

নেত্রকোণায় গুজবের বিরুদ্ধে কর্মশালা

মোনায়েম খান নেত্রকোণা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

নেত্রকোণায় কুতথ্য, ভূলতথ্য, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোণা পৌরসভার তৃতীয় তলায় বীরমুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ঢাকার আয়োজনে জনউদ্যোগ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে জনউদ্যেগের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে কুতথ্য, ভূলতথ্য, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনমূলক কর্মশালায় বিভিন্ন তথ্য সহ বক্তব্য রাখেন- নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস.এম মহসিন আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসতিয়াক রায়হান, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাকিয়া, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট(আইইডি) সহকারী সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল, কর্মসূচি সংগঠক আব্দুল হাকিম পারভেজ, ফেলো ও জনউদ্যোগ নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তি আ.হ.ম রফিকুল ইসলাম আপেল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ এমরান, প্রকৃতি বাচাঁও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক কামাল হোসেন, পল্লব চক্রবর্তী, মোনায়েম খান,নাটাবের সাধারণ সম্পাদক তোফাইল ইসলাম শাহীন, নাট্যকর্মী সালাহ উদ্দীন খান রুবেল, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্রাচর্য্য প্রমুখ। বক্তরা এসময় বলেন-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, ইনস্ট্্রাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ বিভিন্ন গণমাধ্যমে কুতথ্য, ভূলতথ্য, অপপ্রচার ও গুজব প্রচার না করার জন্য। সেই সঙ্গে তথ্য অফিস, জনপ্রতিনিধি, সুধী সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ক্লাব, মসজিদ-মন্দির-প্যাগোডা,পাঠাগারের মাধ্যমে প্রচার-প্রভাকান্ডা এবং গ্রামে-গঞ্জে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় উঠান বৈঠক সহ পাঠ্যপুস্তকে কুতথ্য, ভূলতথ্য, অপপ্রচার ও গুজবের কুফল লিপিবদ্ধ করার আহ্বান জানান। পরে জনউদ্যোগ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে নেত্রকোণা পৌরসভা ও জেলা পরিষদের মার্কেটের সামনের সড়কে জনসচেতন মূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com