সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::

লক্ষ্মীপুরে জেলেদের জালে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের ‘হাউস’ মাছ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে বিরল প্রজাতির একটি ‘হাউস’ মাছ ধরা পড়েছে। মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি (সাড়ে ২৪ মণ) ওজনের এ মাছটি ধরা পড়ে। বিশাল দেহী ও বৃত্তাকার এ মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে ৩০ ফুট আর লেজের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। বৃহস্পতিবার সকালে জেলেরা মাছটি কমলনগর উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়। স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, কমলনগর উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী। জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ভোররাতে মতিরহাট এলাকায় মেঘনা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির ‘হাউস’ মাছ ধরা পড়েছে। তার ওজন ১৬০ কেজি। অর্থাৎ সাড়ে ২৪ মণ। ঘাটে মাছের দাম হাকা হয়েছে ২৮ হাজার টাকার বেশি। তবে এইখানে মাছটি বিক্রি না হওয়ায় ঢাকায় নেয়ার কথা বলছেন জেলেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com