পাবনা প্রতিনিধি: পাবনা সদর হাসপাতালের আইসোলেশনে জ্বর, সর্দি, কাশি ও শরীরে ব্যাথা নিয়ে মোস্তাক আল মামুন (২৫) নামে এক যুবক ভর্তি হয়েছে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরিক্ষাগারে প্রেরন করেন। পাবনা সদর হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ মোঃ আবুল হোসেন জানান, মামুন গতকাল ভোরে সম্ভাব্য কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করে। মোস্তাক আল মামুন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাধবপুর গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে। সে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দীঘলকান্তি পশ্চিম পাড়ার শফিক প্রাং এর মেয়ে রাবেয়া পারভীন এর স্বামী । মামুনের স্ত্রী রাবেয়ার শরীরে একই উপসর্গ রয়েছে। মামুন তার শশুর বাড়িতে বেড়াতে এসে অসুস্থ্য হয়। রাবেয়া পারভীনের ভাই সিঙ্গাপুর প্রবাসী জানিয়েছেন সহকারী পরিচালক। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনউদ্দিন জানান, বাড়িটি লক ডাউন করতে সেখানো পুলিশ পাঠানো হয়েছে। এদিকে গতকাল রোববার সন্ধায় পাবনা পৌর এলাকার দক্ষিন রাঘবপুরে করোনো আক্রান্ত সন্দেহে আসলাম হোসেনের ৩য় তলা বাড়িটি লকডাউন করেছে প্রশাসন। আসলামের শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে জানান, ডাঃ মোস্তাফিজুর রহমান। তবে তার শরীর থেকে আজ সোমবার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে প্রেরন করার কথা রয়েছে।