সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::

ফটিকছড়িতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত- ৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও সিএনজি চালিত অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে চালক রুবেল ত্রিপুরা (তত্তরি)(৪০), অভি ত্রিপুরা ও সুভা ত্রিপুরা নামে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আর ৪ জন। গুরুত্বর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার বিকাল সাড়ে ৪টায় পেলাগাজি-হেয়াকো সড়কের দাঁতমারা পুলিশ ফাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ির হারুয়ালছড়িতে একটি বিবাহ অনুষ্ঠান শেষ করে হতাহতরা জোরারগঞ্জ থানার সাবেনেরখিল এলাকায় সিএনজি যোগে যাচ্ছিল। দাঁতমারা পুলিশ ফাঁড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তত্তরি ত্রিপুরা নামে সিএনজি চালিত অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হয়। এতে গুরুত্বর আহত হয়েছে আরও ৪জন। স্থানীয়রা হতাহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম। তিনি আরও জানান তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com