শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখালেন মীনা খাগড়াছড়িতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আজিজ উদ্দিন বগুড়া ও জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামালপুর সদর উপজেলা পরিষদে বিজন কুমার চন্দরকে বিজয়ী ঘোষণা ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন মেলান্দহে দুগ্ধ সমবায় প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ তারাকান্দায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ নুরে আলম সিদ্দিকী শাহীন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তাকে দূর্নীতিবাজ, ঘুষখোর আখ্যা দিয়ে তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ‘কোটালীপাড়ার সর্বস্তরের সেবাবঞ্চিত জনগণ’ এর ব্যানারে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিজেদেরকে সেবাবঞ্চিত দাবি করে হাফিজুর রহমান হাজরা, শাহীন শেখ, আসিকুর রহমান, শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। হাফিজুর রহমান হাজরা বলেন, ডা. নন্দা সেন গুপ্তা একজন ঘুষখোর, দূর্নীতিবাজ কর্মকর্তা। তার দূর্নীতির কারণে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ঢাকার পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) সহকারী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। এই বদলির আদেশে তাকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করছেন। তাই আমরা তার এই বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন চাই। ডা. নন্দা সেন গুপ্তা বলেন, আমার বিরুদ্ধে দূর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা। আমাকে বদলি করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com