বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

রাজাপুরে খাল দখল করে আবাসিক ভবন নির্মাণের অভিযোগ

মতিউর মামুন (রাজাপুর) ঝালকাঠি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের খলিফা বাড়ি-সংলগ্ন দক্ষিণ পাশের বহমান খাল দখল করে পাকা আবাসিক ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় করমুল্লা নদীর ¯্রােতধারা বড়মুল্লা নদীতে নামার এই ভারানী খালটি ঐ এলাকার সাধারন মানুষের কৃষি পণ্য পরিবহণে খুবই গুরুত্বপূর্ণ। অবৈধ দখল ও আবাসিক ভবন নির্মাণের কারণে এককালের স্রোতস্বিনী ঐ খালের পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ঐ এলাকার কৃষি জমিতে ধানের চাষ ব্যাহত হচ্ছে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আবাসিক ভবন নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খলটিকে বাঁচানোর দাবি জানান স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই অন্যরাও দখলের সাহস পাচ্ছেন। সরেজমিনে দেখা যায় আইন-কানুনের তোয়াক্কা না করে স্থানীয় আমির হোসেন ও তার পুত্র লুৎফার রহমান ফুরাত সরকারি বি,এস দাগ নং ৩৮১৩, ৩৮৩২ রেকর্ডিয় খালের পশ্চিম প্রান্তের ২০০ মিটার দৈঘ্য এলাকায় সর্ম্পুন ভরাট করে ফেলেছে যাহা পশ্চিমে বহমান ৩৬৫৭ বি,এস দাগের রেকর্ডিয় খালের সাথে এই খালের সংযোগস্থল। অবৈধভাবে খালের ঐ অংশের অন্তত বিশ শতাংশ জমি দখল করে বাগান ও ভবন নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় আনোয়ার হোসেন গত ১২ জানুয়ারি একটি লিখিত অভিযোগ এসিল্যান্ড, রাজাপুর বরাবরে দাখিল করলেও কতৃপক্ষ আজ পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহন করে নাই। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মিজানুর রহমান, জামাল হোসেন জানান অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল রক্ষা এবং খালে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখলের প্রবনতা অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু জানান প্রতিবেদককে জানান বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছ্ েপ্রতিবেদন পেলে ব্যাবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com