রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভিসি ড.আবদুস সালাম

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। বিদ্যালয়টি ৫০বছর পূর্তী অনুষ্ঠানের আয়োজন করায় পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “ফিরে যাই প্রাণের স্পন্দনে শ্লোগানকে সামনে রেখে” ৫০ বছর পূর্তী উপলক্ষে সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে প্রধান আলোচক ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন। তিনি আরো বলেন সকলের আগমণে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এ বিদ্যালয়ের উন্নয়নে কাজ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর হয়। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি। তিনি বলেন শিক্ষার পাশাপাশি দেশ ও জাতী সম্পর্কে জানতে হবে। বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে। তেমনি ভাবে শিক্ষার মান উন্নয়ন হয়েছে। আগামী দিনে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মন্ডল। সার্বিক তত্বাবধানে ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, হরিনারায়ণপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, হরিনারায়ণপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান স¤্রাট, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com