শেরপুরে গ্রামগঞ্জের বিলুপ্ত প্রায় বিভিন্ন খেলা নিয়ে ব্যাতিক্রমী আয়োজন করেছে শাহীন স্কুল। বুধবার ১৫ ফেব্রুয়ারি দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শাখা শাহীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর। শেরপুর জেলা শহরের সজবরখিলাস্থ শাহীন ক্যাডেট স্কুলের মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক মাজহারুল ইসলাম হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং নকলা চন্দ্রকোনা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ ইমরুল হাসান সাজু। এদিন গ্রামগঞ্জের বিলুপ্ত প্রায় বিভিন্ন খেলায় অংশগ্রহন করে শাহীন ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিবাবকরা। খেলার মধ্যে ছিল, যেমন খুশি তেমন সাজ, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, ভারসাম্য রক্ষা খেলা, মোরগ লড়াই, দীর্ঘ লাফ, মিউজিক্যাল বালিশ ইত্যাদি। ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এবিষয়ে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মাজহারুল ইসলাম হিমেল বলেন, আমরা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য ভিন্ন কিছুর আয়োজন করে থাকি। চলতি বছরের জানুয়ারি মাসে আমরা স্কুলের পক্ষে হারিয়ে যাওয়া পিঠাসহ শতাধিক পিঠা পুলি নিয়ে এক ব্যাতিক্রমী আয়োজন করেছিলাম।