সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের বরিশালের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপনসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাব কার্যলয়ে প্রেসক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান খান সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামালউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ^াস, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বাবু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ^াস ননী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক জামিল মাহামুদ, কোষাধ্যক্ষ হাসান মাহামুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহপ্রচার সম্পাদক আরিফিন রিয়াদ প্রমূখ। বক্তারা বলেন, আগৈলঝাড়ায় অনৈতিক কাজের সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ার ঘটনা আড়াল করতে সংবাদ প্রবাশের জেরে প্রবাসীর স্ত্রী লাকি বেগমের দায়েরকৃত শ্লীলতাহানি, চাঁদাবাজি ও লুটপাটের মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে যুগান্তরের গৌরনদী প্রতিনিদি মো. আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকালের খবর পত্রিয়ার গৌরনদী প্রতিনিধি রনি কাজীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। জানাগেছে, অনৈতিক কাজের সময় গত ২৫ জানুয়ারি রাতে আগৈলঝাড়ায় স্থানীয় লোকজন হাতেনাতে প্রবাসীর স্ত্রী লাকি বেগম ও ফরিদপুরের পরকীয়া প্রেমিক মাসুদ খানকে আটক করে। উক্ত সংবাদ ২৭ জানুয়ারি এবং বি?ভিন্ন সময় তার কর্মকান্ড নি?য়ে দৈ?নিক যুগান্ত?রে সংবাদ প্রকা?শিত হ?লে ?ক্ষিপ্ত হয় লা?কি বেগম। উক্ত সংবাদটি গত ২৭ জানুয়ারি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক এবং নিউজ পোর্টালে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকালের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি রনি কাজী এবং গৌরনদী ৪ জন ও আগৈলঝাড়ার ৩ জনকে আসামি করে গত ৬ ফেব্রুয়ারি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্লীলতাহানি, চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।