তৃণমুলের মানুষদের কাছে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ছড়িয়ে দেয়াসহ স্মার্ট বাংলাদেশ গড়তে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর ডিমলায়। বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসণ) ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি এই সভার আয়োজন করেন। মঙ্গলবার সন্ধ্যায়(১৪ফেব্রুয়ারী) ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সরকার ফারহানা আখতার সুমি। বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহ আলম প্রমুখ বক্তব্য দেন সমাবেশে। বীর মুক্তিযোদ্ধা সন্তান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি বলেন, বাংলাদেশের উন্নয়নের চাকা এখন বিশে^র কাছে রোল মডেল। অতীতের সরকারগুলোর চেয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার আজ বাংলাদেশকে বদলে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ হয়েছে এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। এজন্য বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন তাকে সহযোগীতা করা আমাদেরও দায়িত্ব। কারণ যে উন্নয়ন হয়েছে এটি সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। বাংলাদেশ মডেল আর আমি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে নীলফামারী-০১ আসন হবে দেশের মধ্যে মডেল।