গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মৎস্যচাষীদের প্রশিক্ষণ শেষে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে ৩২ জন মৎস্যচাষীকে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ শেষে ৭০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। বাপার্ড হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাপার্ডের মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামান। বাপার্ডের পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো: আব্দুল গনি মিনা, মো: মোর্শেদ হাসান মোস্তফা, সহকারী পরিচালক আব্দুল হালিম মিয়া বক্তব্য রাখেন। বাপার্ডের মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ শীর্ষ স্থানের কাছে অবস্থান করছে। এই সাফল্যের অংশীদার হিসেবে বাপার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাপার্ড ২ হাজার ৬শত ৪০ জন মৎস্য চাষিকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে। আগামীতেও মৎস্য উৎপাদনে আমাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।