শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

দাগনভূঞায় ভাংগা সেতু দিয়ে চলাচল করছে দুই উপজেলার মানুষ

মিজানুর রহমান ফেনী :
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট সেতুটির বেহাল দশা চলছে। স্টিল দিয়ে নির্মিত সেতুটির নানা স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে যে কোন সময় বড় আকারের দূর্ঘটনা দেখা দিতে পারে। উক্ত সেতুটি দাগনভূঞার সাথে সোনাগাজী উপজেলার একমাত্র সংযোগ সেতু। এ সেতু দিয়ে সোনাগাজী ও দাগনভূঞা এ দুই উপজেলার জনগণ চলাচল করে। সরেজমিন ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতাত্তোর বাংলাদেশে জরুরী অবকাঠামো নির্মানের প্রয়োজেনে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার সাথে সংযোগ স্থাপনের জন্য স্টীলের এ সেতুটি নির্মান করা হয়। এর ফলে দুই উপজেলার মধ্যে সেতু বন্ধন রচিত হয়। প্রতিদিন শত শত গাড়ী ও মালামাল উক্ত সেতু দিয়ে চলাচল করে। কিন্তু রক্ষণাবেক্ষনের অভাবে সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই এলাকাবাসীর প্রাণের দাবী অচিরেই যেন সেতুটির সংস্কার কাজ শুরু করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে দাগনভুঞার এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী সৌরভ দাস জানান, সেতুটির ব্যাপারে আমরা অবগত হয়েছি। অনেকে অভিযোগ করছেন কিন্তু সেতুটি আমাদের অধীনে নয়। এটি ফেনীর সড়ক ও জনপদ বিভাগের অধীনে তারাই এটির ব্যাপারে ভালো বলতে পারবে। এ ব্যাপারে ফেনীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন,সেতুটি জনগুরুত্বপূর্ণ । এটি নির্মানের জন্য ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। আশা করছি অচিরেই এর নির্মান কাজ শুরু করতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com