দেশের জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে, গলাচিপা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সকাল দশটায় পুষ্টি সমন্বয় কমিটির সুযোগ্য সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডাঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় নারী শিশু গর্ভবতী মা সহ জনসাধারণের সুষম খাদ্য পুষ্টি বিষয়ে নানাবিধ কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ডাঃ মোহাম্মদ নুর উদ্দিনের বিষয়বস্তু পর্যালোচনা এবং স্কিনের প্রদর্শিত করা হয়। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা সমাজের সকল সচেতন ও জনপ্রতিনিধি বিভিন্ন সভাস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করতে পারি তাহলে পুষ্টিহীনতার অগ্রগতি হবে এবং পুষ্টি সমন্বয়ে কমিটির দায়িত্ব সফল হবে। সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবসের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা রেলি ও গাছের চারা রোপণ করা হয়। উভয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আল আমিন,গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক শংকরলাল দাস, সাংবাদিক সুমিত কুমার দত্ত মলয়, ও কেয়ার প্রতিনিধি জেলা পুষ্টি ব্যবস্থাপক রিনা হেলেনা গোমেজ প্রমূখ।