সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ২৭ ফেব্রয়ারি সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম মিলনায়তনে ভাষা দিবস পদক প্রদান গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি,কন্ঠ শিল্পী ও সাংবাদিক যাকিউল হক জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব:) মোহাম্মদ আব্দুর রউফ।
এবছর দুজনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন কবি মতিউর রহমান মল্লিক (মরণোত্তর) ও বিশিষ্ট শিশু সাহিত্যিক মাহবুবুল হক। কবি মল্লিকের মরণোত্তর সম্মাননা গ্রহন করেন পরিবারের পক্ষে নাঈম আল ইসলাম মাহীন।
২০২৩ এ পাঁচটি বিষয়ে ভাষা দিবস পদক পেয়েছেন চারুকলায় চিত্রশিল্পী ইব্রাহিম মন্ডল, সাহিত্যে রম্যলেখক লিয়াকত আলী, সঙ্গীতে হাসনাত কাদের, চলচ্চিত্র ও নাটকে আল হোসাইন পিয়ারু, ক্বেরাতে ক্বারী বিলাল হোসাইন। প্রত্যেককে নগদ অর্থ সম্মাননা স্বারক ও সনদ প্রদান করা হয়।
সহকারি সেক্রেটারি শিশু সাহিত্যিক নাসির আহমেদ ফয়সালের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুস সাত্তার, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান, কবি আবু তাহের বেলাল, অধ্যাপক ড. মোঃ শামছুল আলম, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও কবি জাকির আবু জাফর, স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল।
পদক প্রদান শেষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র থেকে প্রকাশিত সীরাত গ্রন্থ রাহমাতুল্লিল আলামিন’র মোড়ক উম্মোচন এবং লেখকদের মধ্যে বিতরণ করা হয়।