রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

আসন্ন শেরপুর পৌরসভায় মেয়র প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারণা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

সারাদেশের ন্যায় ডিসেম্বরে শেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিসেম্বরে শেরপুর পৌর নির্বাচন হবে এমন খবর ছড়ানোর পর থেকেই নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে পৌরসভার মেয়র প্রার্থী এবং ৯টি ওয়ার্ডের এলাকাগুলোতে। তাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। এরই মধ্যে শেরপুর পৌরসভার মেয়র পদের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ প্রচারণা শুরু করেছেন। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা বিভিন্ন সভা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে জোড় লবিং চালাচ্ছেন। আসন্ন শেরপুর পৌরসভায় আগাম নির্বাচনী প্রচারনায় মেয়র  প্রার্থীদের এমন তৎপরতার ফলে ৯ টি ওয়ার্ডের ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। গত কদিন থেকে লক্ষ্যে করা যাচ্ছে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা দলীয় ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজনের পোষ্টার নজরে এসেছে শেরপুর পৌরবাসীর। সরকারীদলীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন দু’বারের মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গােলাম মােহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা সম্পাদক এডভােকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক নেতা আরিফ রেজা। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন শহর বি.এন.পির আহবায়ক ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভােকেট আব্দুল মান্ননান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু রায়হান রুপন, জেলা আইনজীবি সমিতি ও বি.এন.পির সাবেক সভাপতি মরহুম এডভােকট একেএম ছাইফুল ইসলামের পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, শহর বি.এন.পির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা রমজান আলী, জেলা বি.এন.পির কােষাধ্যক্ষ ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক মাস্টার, জেলা বি.এন.পির পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক পৌর চেয়ারম্যান মরহুুম আব্দুর রাজ্জাক আশীষের পুত্র হাসানুর রেজা জিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com