সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে টানা বর্ষণে ১৪ গ্রাম প্লাবিত পানি বন্দি কয়েক হাজার মানুষ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই সপ্তাহের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও ফুলকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকার প্রায় ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামগুলোর কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে রোপা আমন ধান ও সবজির ক্ষেত। পুকুর ডুবে গিয়ে ভেসে গেছে মাছ। এছাড়া অতি বর্ষণে বেশকিছু রাস্তাঘাট ভেঙে গেছে। প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি চেয়ারম্যানরা জানান, শিলখূড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, কাজিয়ার চর, চর উত্তর তিলাই, ছাট গোপালপুর ও নামা চর, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, দক্ষিণ ছাট গোপালপুর, শালমারা, সদর ইউনিয়নের নলেয়া, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকেরছড়ার পাইকডাঙ্গা, সোনাহাটের ভরতের ছড়া, আন্ধারীঝাড়ের চর বাড়ুইটারি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি এলাকার লোকজনকে যাতায়াত ও রান্নার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া তারা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com