জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ১৪ শিক্ষক পেয়েছেন আন্তর্জাতিক গবেষকের স্বীকৃতি। ২৩ মার্চ দুপুরে বিশ^বিদ্যালয়ের হল রুমে ভিসি ড. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বীকৃতির সম্মাননা প্রদান করেন। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করেন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’র তালিকাভূক্ত হন বঙ্গমাতা বিশ^বিদ্যালয়ের এই গবেষক শিক্ষকরা। বিশ^বিদ্যালয় গবেষণা শেলের ভারপ্রাপ্ত পরিচালক আন্তর্জাতিক গবেষক ড. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক গবেষকরা হলেন-ফিশারিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মাহমুদুল হাছান, সহকারি অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল, ইইই বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সুজন কুমার মিত্র, গণিত বিভগের সহকারি অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, সহকারি অধ্যাপক রিপন রায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারি অধ্যাপক মো. হুমায়ুন কবির, প্রভাষক মোহাম্মদ হাসান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, বিশ^বিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি কাওসার আহমেদ স্বাধীন প্রমুখ।