বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির আহ্বান জানান এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেয়ার দাবি করেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চল আয়োজিত কারাবন্দী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক শহীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি নাসির উদ্দীন, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন ও কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, ‘ঈদ মানে আনন্দ হলেও এবারের ঈদের আনন্দ সর্বজনীন ও অর্থবহ হয়ে ওঠেনি। পবিত্র রমজান মাসে লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের সিয়াম পালনও নির্বিঘ্নে হয়নি। মানুষের ক্রয়ক্ষমতা ব্যাপকভাবে কমলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। যার নেতিবাচক প্রভাব পড়েছে সদ্য বিদায়ী ঈদের ওপর। সাধারণ মানুষ ঈদের আনন্দ তো দূরের কথা, নিজেদের অন্ন-বস্ত্রের সংস্থান করতে পারেনি।’ আগামী দিনের ঈদগুলোকে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দঘন করতে সরকার, সমাজের বিত্তবান মানুষসহ দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন সজ্জন ব্যক্তি ও পরিচ্ছন্ন রাজনীতিক। তিনি আজ মুক্ত থাকলে এ ধরনের অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে এবং সমাজ উন্নয়নে আমাদেরকে অতি মূল্যবান দিক নির্দেশনা দিতে পারতেন। তিনি কারাগারে থেকেই আপনাদের খোঁজ-খবর নেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন। আর সে নির্দেশনা পেয়েই আমরা আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি। তাই আগামী দিনে এ অঞ্চলের উন্নয়নে সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল নেতা নির্বাচনের সকলকে একযোগে কাজ করতে হবে। মূলত, আমিরে জামায়াত কারাবন্দী থাকায় দেশ ও জাতি তার যোগ্যতর খেতমত থেকে বঞ্চিত হচ্ছে। মহানগরী আমির মুহাম্মদ সেলিম উদ্দিনও এখন কারাগারে আটক রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি