সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

অজান্তেই ফোনের তথ্য চুরি করছে ১৯ অ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কল রেকর্ডিং, ব্যাংক, ছবি এডিটিংসহ বিভিন্ন সিকিউরিটি অ্যাপ থাকে। যা দৈনন্দিন অনেক কাজ অনেক সহজ করে দেয়। তবে এই অ্যাপই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি স্মার্টফোনের ১৯ অ্যাপ শনাক্ত করেছে বিশেষজ্ঞরা। যেগুলো তথ্য চুরি করছে ব্যবহারকারীর। সাইবার অপরাধীরা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। এখন প্লে স্টোরের অ্যাপে ভাইরাস ঢুকিয়ে হাতিয়ে নিচ্ছে গোপন তথ্য। সাইবার অপরাধীরা প্লে স্টোরের অ্যাপে ট্রোজান, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, কিলগার ইত্যাদির মতো ম্যালওয়্যার প্রোগ্রাম ইনস্টল করছে, যা ফোনের ডেটা চুরি করে। তথ্যের ভিত্তিতে আবার তারা বিভিন্নভাবে প্রতারণা করে।
ম্যালওয়্যার ফক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি গত এক দশক ধরে সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। কারণ এটি একটি ওপেন সোর্স প্রোগ্রাম ও সহজেই পরিবর্তন করা যায়। ফোনে অ্যাপগুলো থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এর আগেও গুগল প্লে স্টোর থেকে এ ধরনের অনেক অ্যাপ্লিকেশন সরিয়েছে। দেখে নিন ১৯ অ্যাপের নাম- >> ফেয়ার গেমহাব এবং বক্স >> হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড >> সেম ল ার এবং লাইভ ওয়ালপেপার >> অ্যামেজিং ওয়ালপেপার >> কুল ইমোজি এডিটর এবং স্টিকার >> সিম্পল নোট স্ক্যানার >> ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার >> প্রাইভেট মেসেঞ্জার >> প্রিমিয়াম এসএমএস >> ব্লাড প্রেসার চেকার >> কুল কীবোর্ড >> পেইন্ট আর্ট >> কালার মেসেজ >> ভ্লগ স্টার ভিডিও এডিটর
>> ক্রিয়েটিভ থ্রিডি ল ার >> ওয়াও বিউটি ক্যামেরা >> জিআইএফ ইমোজি কীবোর্ড >> ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম >> ডেলিকেট মেসেঞ্জার। সূত্র: সাটলক এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com