শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

রাজশাহীতে উত্তেজনা: বিএনপি কার্যালয়ে বিশেষ বাহিনী মোতায়েন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রাত থেকেই পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বিএনপি কার্যালয়ের সামনে। সাজোয়া যানও মজুত রাখা হয়েছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক জানান, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই। তিনি বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯শে মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতা চাঁদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। চাঁদ গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে জানিয়েছে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com