শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্ন মুছে যাচ্ছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্ন ক্রমাগত মুছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আল জাশেদুর ও তার বড় ভাই জাহেদ গিয়াস উদ্দিন আহমেদসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল ও স্বেচ্ছাসেবক দল নেতা সাইমুনকে আওয়ামী লীগ হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে মাটিচাপা দেয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘দুঃশাসনের শৃঙ্খলভঙ্গের দাবিতে ঐক্যবদ্ধ জনগণের ওপর অবৈধ আওয়ামী সরকার পুলিশী শক্তিকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। এই কারণেই রাষ্ট্র ও সমাজে বিরাজমান রয়েছে চরম অস্থিরতা ও নৈরাজ্যকর পরিবেশ। সরকারী মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ছাড়াও দলীয় সন্ত্রাসীরা এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো- সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস পায়।’
অবিলম্বে গ্রেফতার হওয়া নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গুরুতর আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com