রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যে সেটাই প্রমাণিত হচ্ছে। সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বিএনপির উচিত ছিল সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’ গতকাল রবিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করে বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকারের প্রধান থাকবেন।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, তা যুক্তরাষ্ট্রও সমর্থন দেয়নি বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের দ্বিমুখী অবস্থান প্রকাশ্য। দুটি দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে চীনের অবস্থানের বিষয়টি পর্যবেক্ষণে রাখছে সরকার।‘ চীন এবং যুক্তরাষ্ট্র; দুটি দেশই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধী ছিল বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।