শরণখোলার খুড়িয়াখালী গ্রামের খালে বেআইনি ভাবে বাঁধ দিয়ে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খালে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতার আশংকায় গ্রামবাসী উদ্বেগ প্রকাশ করেছে। সরজমিনে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে গেলে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, খুড়িয়াখালী গ্রামের আঃ রহিম খান খামখেয়ালি ভাবে তাফালবাড়ী হয়ে শরণখোলা বাজার পর্যন্ত প্রবাহিত খালে খুড়িয়াখালী অংশ শরণখোলা বাজার সংলগ্ন খালে নিজেদের চলাচলের জন্য খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা ইউনুস আলী, রুস্তম হাওলাদার, খলিলুর রহমান বলেন, যুগ যুগ ধরে প্রবাহমান খুড়িয়াখালী খালে মানুষ নৌকাযোগে তাদের মালামাল পরিবহন করে আসছে তা ছাড়া বর্ষাকালে মাঠের পানি এ খাল দিয়ে গাবতলা চালিতাবুনিয়া হয়ে নদীতে নেমে যায়। বর্তমানে খালে বাঁধ দিয়ে রাস্তা করায় পানি নামতে পারবেনা ফলে এলাকায় জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়ে চাষাবাদ বন্ধ হয়ে যাবে বলে ঐ গ্রামবাসীরা আশংকা প্রকাশ করেছেন। অভিযুক্ত রহিম খান খালে বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বলেন, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে পানি চলাচলের জন্য বাঁধে ব্যবস্থা রাখা হবে। সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল মীর বলেন, খালে বাঁধ দেওয়ার কথা তার জানা নেই বিষয়টা তিনি দেখবেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী বলেন,সরকারি খালে বাঁধ দেওয়ার কোন নিয়ম নেই কেউ এ কাজ করে থাকলে সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।