বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

টাঙ্গাইলের মধুপুরে কৃষি মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে টাঙ্গাইলের মধুপুরে নগদ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড মো.আব্দুর রাজ্জাক এমপি। কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশের রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি মধুপুর-ধনবাড়ি উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান।তিনি বলেন, আমি উপস্থিত থেকে অনুদান বিতরণ করতে পারলে ভালো লাগতো, ঢাকায় কাজ থাকার জন্য আসতে পারেননি। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, মেয়র আলহাজ মো.সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ। এ সময় মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়নে ৪১৬ জন মানুষের মাঝে ৬ লক্ষ ২৪ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ কালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধা ভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com