বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার নেতৃত্বে ইসলামপুর বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুরে মানিকগঞ্জ সার্ভিস লেন ধরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার সামনে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের হাঁটতে দেখা যায়। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান,ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী, কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান, পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোকসেদ আলী,৫ নং ওয়ার্ডের কাউন্সিল আমিনুল হাসান গার্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক শুভ এসময় মেয়র গোলাম কবির জানান, বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী যড়যন্ত্রেও লিপ্ত আছে। তাদের এ যড়যন্ত্র কখনো সফল হবে না। কারন জনগন বিএনপি ও জামাতের জ্বালাও পোড়াও রাজনীতিকে বাংলার বুকে ঠায় দিবে না।