চট্টগ্রামের লোহাগাড়া থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামকে বরণ, ওসি আতিকুর রহমানের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৮ জুলাই সন্ধ্যায় লোহাগাড়া থানার বিদায়ী ওসি মোঃ আতিকুর রহমানের বদলীজনিত বিদায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্যে রেখেছেন নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম। নবাগত ওসি বলেন, কাজের ক্ষেত্রে আমার আন্তরিকতার কোনো অভাব হবে না। কতটা দিতে পারবো জানিনা, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমার কর্মে আমি বিনয়ী থাকব। শতভাগ মানুষকে পুলিশি সেবা দিবো। তবে কিশোর গ্যাং-কে শক্ত হাতে দমন করা হবে। আইন-শৃঙ্খলা সমন্বয় থাকতে আমার প্রথম কাজ হবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও গরু চুরি বন্ধ করা। এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বক্তব্যে রাখেন, লোহাগাড়া থানার বিদায়ী ওসি মোঃ আতিকুর রহমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরাফাত।