রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

মেট্রোরেলে ফুড রিভিউ, চলে ভিক্ষাবৃত্তিও!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

রাজধানীতে ভোগান্তিহীন যাতায়াতে মেট্রোরেলে যাত্রী প্রতিনিয়ত বাড়ছে। তবে এরইমধ্যে কেউ কেউ ভাঙছেন রাষ্ট্রীয় এই সম্পদ ব্যবহারের নিয়ম। সম্প্রতি মেট্রোরেলের নিয়মিত কয়েকজন যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন অনিয়মের এসব চিত্র। তাদের পোস্টে দেখা যায়, এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া এই গণপরিবহনে শুরু হয়েছে ভিক্ষাবৃত্তি। আবার মেট্রোরেলের ভেতরে বসে কেউ কেউ করেছেন ফুড রিভিউ! কেউ আবার বসার স্থানে ফেলে রেখে গেছেন কফির মগ (ওয়ান টাইম ইউজড)। গত রবিবার (২৩ জুলাই) সাজেদুল ইসলাম সিফাত নামে এক ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে মেট্রোরেলে ভিক্ষা করার ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল ‘মেট্রোরেলের প্রথম ভিক্ষুক!’ ভিডিওর বিষয়ে সিফাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আনুমানিক বিকাল পৌনে ৪টায় আমি মিরপুরের পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এ সময় আমার বগিতে একজনকে ভিক্ষা করতে দেখি। তিনি বিভিন্ন জনের কাছে গিয়ে ভিক্ষা চাইছিলেন। এতে অনেক যাত্রী বিব্রতবোধ করছিলেন, অনেকে আবার এটা নিয়ে হাসাহাসিও করেন। লোকটি টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন। সবশেষ উত্তরা উত্তর স্টেশনে নেমে আমি একজন আনসার সদস্যকে বিষয়টি অবগত করি। তিনি ওই ভিক্ষুককে আটক করেন। পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বলতে পারি না।’ এর আগের দিন শনিবার (২২ জুলাই) উদ্দিন কলিম মোহম্মদ শারাফি নামে এক যাত্রী মেট্রোরেলের সিটে কফি মগ পড়ে থাকার ছবি শেয়ার করেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘আচ্ছা? আমাদের [মানুছ] থেকে মানুষ হতে কতদিন লাগবে? গত ২২ জুলাই সকাল ১১টা ১০ মিনিটে আগারগাঁও থেকে ছেড়ে আসা ২ নম্বর উত্তরাগামী ট্রেনে কোনও এক ভদ্রলোক কোল্ড কফি নিয়ে উঠেছিলেন।’ এছাড়া গত ১২ জুলাই আবরার আলম মোল্লা নামে এক ফেসবুক ব্যবহারকারী ‘ফুড ব্যাংক’ গ্রুপে মেট্রোরেলের ভেতর বার্গারের ছবি দিয়ে ফুড রিভিউ দেন। একই গ্রুপে মেট্রোরেলে নিয়ে আসা অন্য খাবারের ছবিও পোস্ট করেন কেউ কেউ।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) ও পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেলে ভিক্ষাবৃত্তি নিষেধ। কিন্তু সবাই তো টিকিট কেটেই ভেতরে প্রবেশ করে, তারপর যদি মেট্রো ট্রেনে গিয়ে ভিক্ষা করে সেক্ষেত্রে স্টেশনে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানালে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবেন। মেট্রোরেলের প্রত্যেকটা বগিতেই সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ বিধি ভঙ্গ করলে শনাক্ত করা যাবে।’
তিনি বলেন, ‘আর খাবারের যে বিষয়টা, কেউ যদি ব্যাগের ভেতরে করে খাবার নিয়ে গিয়ে ট্রেনে বসে তা খায় এবং ফেসবুকে শোঅফ করতে পোস্ট করে; সেটাও অন্যায়। আমাদের মেট্রো স্টেশনে ও ট্রেনের ভেতর খাবার খাওয়া একেবারে নিষেধ। এসব নিয়ম-কানুন মানার ক্ষেত্রে যাত্রীদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। কেউ করলে অন্য যাত্রীদের থেকেও প্রতিবাদ আসতে হবে। কারণ, এই মেট্রোরেল আমাদেরই, আমরাই ব্যবহার করবো। তাই এটা যেন নষ্ট না হয় সেই দায়িত্বও কোম্পানির পাশাপাশি যাত্রীদেরও নিতে হবে।’
নিয়ম ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে জানিয়ে মেট্রোরেলের এই কর্মকর্তা বলেন, ‘কেউ যদি নিয়ম ভঙ্গ করে, ধরতে পারলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব বিষয়ে দ্রুত শাস্তি নিশ্চিত করতে মেট্রোরেলের নিজস্ব ম্যাজিস্ট্রেটের জন্য আবেদন করেছি। তা পাস হলেই তখন নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া সহজ হবে। আর মেট্রোরেল পুলিশের কাজ তো শুরু হয়ে গেছে। সামনে পুলিশের সংখ্যা আরও বাড়বে।’
তবে এসব বিষয়ে মূলত যাত্রীদেরই সচেতন হতে হবে উল্লেখ করে আব্দুর রউফ বলেন, ‘পুলিশ তো আর ট্রেনের ভেতরে থাকবে না। যাত্রীরাই থাকবেন।’
মেট্রোরেলে যাত্রীদের যেসব নিয়ম মানতে হবে: মেট্রোরেলে চড়তে যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে কিছু বিষয় আছে যেগুলো মেট্রোরেলে করা যাবে না। এ ছাড়া আরও কিছু নির্দেশনা আছে, যেগুলো মেনে চলতে হবে। নির্দেশনা অনুযায়ী মেট্রোরেলে পোষা প্রাণী বহন করা যাবে না; বিপজ্জনক বস্তু বহন করা যাবে না; পানের পিক বা থুতু ফেলা যাবে না; প্ল্যাটফর্মে ও ট্রেনে খাবার গ্রহণ করা যাবে না; ময়লা ফেলা যাবে না; উচ্চশব্দে গান বাজানো বা ফোনের স্পিকার ব্যবহার করা যাবে না; ধূমপান করা যাবে না; বড় ও ভারী মালপত্র বহন করা যাবে না, অস্ত্র বহন করা যাবে না। এছাড়া মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করেন। সেই সঙ্গে প্রয়োজনে সহযাত্রীকেও সহায়তা করেন, মনোযোগ দিয়ে ঘোষণা শোনার জন্য প্রস্তুত থাকেন এবং সর্বক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখেন।-বাংলাট্রিবিউন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com